1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

মহাসড়ক পারাপারের সময় একই পরিবারের ৫ জন নিহত 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
মোঃ আরিফুল ইসলাম (চকরিয়া প্রতিনিধি): কক্সবাজার চকরিয়া মালুমঘাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) ভোরে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালের উত্তর পার্শ্বে নির্জন জায়গায় এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যাক্তিরা একই পরিবারের। তারা হলেন ডুলাহাজারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড়ের রিংভং হাসিনা পাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র শীলের পাঁচ সন্তান অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)। আহতরা হলেন- রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের বাবা সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা যান। আজ মঙ্গলবার শবানুগমোন্‌ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেন। ধর্মীয় রীতিতে প্রয়াত বাবার আত্মার শান্তি কামনার জন্য আজ ভোরে বাড়ির পাশে নিস্তব্ধ জায়গায় ধর্মীয় কাজ শেষ করতে যাত্রা করেন। সেইসময় সবাই ছিলেন এক পোশাকে (সাদা কাপড়)। সবাই সারিবদ্ধভাবে মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারমূখী একটা বোঝাই পিকআপ বেপরোয়া গতিতে এসে সবাইকে পিষে ফেলেন।
ঘটনাস্থলে ৫ জন নিহত হলেন। এবং আহত হন ৩ জন। আহতরা মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, গত কয়েকদিন আগে তারা বাবাকে হারিয়েছে। আজকের দূর্ঘটনায় একটা পরিবার এলোমলো হয়ে গেল। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে নিহতেদের সৎকার এবং আহতদের চিকিৎসার জন্য  নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।
এ বিষয়ে মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার জায়গাটি অনেক নির্জন এলাকা। তাছাড়া দুর্ঘটনাটি ভোর বেলায় হওয়ায় গাড়িটি শনাক্ত করাও সম্ভব হয়নি। বেপরোয়া গাড়ি এবং ড্রাইভারকে ধরতে দ্রুত তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বাবার শবানুগমোন্‌ অনুষ্ঠানের দিনে একই পরিবারের ৫ জন সদস্যের মৃত্যু হৃদয়বিদারক। উপজেলার পক্ষ থেকে শোকার্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
Facebook Comments
৯ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি