সজিব উদ্দিন হেলাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুব্রত দেবনাথ (১১) নামে এক শিশু প্রায় দুইবছর আগে রান্নাঘরের চুলায় পড়ে তার পড়নের কাপড়ে আগুন ধরলে গলা থেকে বুক পর্যন্ত পুড়ে যায়।
দ্রুত তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকরা জানান সুব্রত দেবনাথকে সুস্থ্য করতে কয়েকটি অপারেশন প্রয়োজন। কিন্তু অসহায় বাবার পক্ষে ঢাকায় তার আদরের সন্তান সুব্রত দেবনাথকে চিকিৎসা করানো সম্ভব না। তাই সুব্রত দেবনাথ সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার।
সুব্রত দেবনাথ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের তপু দেবনাথ এর ছেলে।
সুব্রত দেবনাথ এর বাবা তপু দেবনাথ জানান, সুব্রত দেবনাথ সুস্থ্য করতে চিকিৎসার জন্য পরিবারের যা কিছু সম্পদ ছিলো সব ব্যয় করা হয়েছে। বর্তমানে তার কিছু অপারেশন লাগবে বলে জানিয়েছেন ডাক্তারা। কিন্তু অর্থ সংকটে সুব্রত দেবনাথকে তার পরিবার ঢাকায় নিয়ে চিকিৎসা করা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে। তাই সমাজের সবাইকে মানবিকতার দৃষ্টিতে নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সম্ভব সুব্রত’র চিকিৎসার জন্য সাহায্য করলে তার চিকিৎসা করাটা সম্ভব হবে।
তপু দেবনাথ বলেন, অর্থের অভাবে আমি আমার শিশু সন্তান সুব্রতকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে পারছিনা। তাই আমার শিশু সন্তানের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ করছি যে যতটুকু পারেন আমাকে সাহায্য করে আমার শিশু সন্তানকে সুস্থ্য জীবন পিরে থেতে সবাই আমাকে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতায় জীবন বেঁচে যেতে পারে আমার শিশু সন্তান সুব্রত।
আপনারা শিশু সন্তান সুব্রত দেবনাথকে চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন তার বাবার বিকাশ নাম্বারে ০১৭২৪-৭২০৭৭৯।