নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁয় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আব্দুল মতিন(২৩) ও ফিরোজ হোসেন(২৭) নামে দুই মাদক কারবারি আটক করেছে র্যাব।গত মঙ্গলবার(০৮ ই ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিক্তিতে নওগাঁর পৌর শহরের দয়ালের মোড়ে র্যাব অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল মতিন ও একই উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত তায়েজ আলীর ছেলে ফিরোজ হোসেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে,গোপন তথ্যের ভিক্তিতে নওগাঁ পৌর শহরের দয়ালের মোড়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।
১৬ views