কপিল মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকাসহ কামরুল ইসলাম(২৬) (জাল টাকা কারবারি) কে গ্রেফতার করা হয়েছে।গত ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভাধীন মাগুরা গ্রামের আব্দুর রহমান এর বাগান বাড়ীর ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া জাল টাকা কারবারী কামরুল ইসলাম (২৬), পিতা-আব্দুল মনাফ, সাং-দক্ষিণ সাগরনাল, থানা-জুড়ি, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করা হয়।এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি জাল নোটসহ সর্বমোট ৫হাজার ৫শত জাল টাকা উদ্ধার করা হয়।এদিকে থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামী কামরুল ইসলাম ও তাহার সহযোগী পলাতক আসামী রাসেল মিয়া, পিতা-ছাতির মিয়া, সাং-পূর্ব মনসুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগনের মধ্যে চালাইয়া আসিতেছিল। এ বিষয়ে জানা যায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।