ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফুলবাড়ীগেট শহিদ মিনারে অত্র অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জাতীর এই বীর শহীদদের স্বরণ করেন। ফুলবাড়ীগেট, যাব্দিপুর, যোগিপোল, মীরেরডাঙ্গা, সেনপাড়া, খানাবাড়ী. কপোতাক্ষ, তেলিগাতীসহ অত্র অঞ্চলের সর্বস্থরের মানুষ প্রতি বছরের মতো এ বছরও মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে ফুলবাড়ীগেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সকালে প্রভাতফেরী, শোক র্যালী, আলোচনা সভা সহ বিস্তারিত কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে ফুলবাড়ীগেট শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার ও বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের পক্ষে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সলেমান মুন্সি, কাজী জাকারিয়া রিপন, মনির শিকদার, খানজাহান আলী থানা বিএনপির পক্ষে মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির পক্ষে বনিক সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী ও আজিজুর রহমান, খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে ইউসুফ আলী খলিফা, যোগিপোল ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা জাতীয় পার্টির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন থানা সভাপতি শেখ. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সিপিবি’র পক্ষে কমরেড আ. রহমান মোল্যা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে এস এম মনিরুজ্জামান মুকুল, মাষ্টার শাহজাহান হাওলাদার, মোস্তাফিজুর রহমান মানিক, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মোড়ল হাবিবুর রহমান, খানহজাহান আলী থানা যুবলীগের পক্ষে থানা যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, সুমন মুন্সি, থানা শ্রমিক লীগের পক্ষে লিয়াকত মুন্সি ও সেকেন্দার আলী, সড়ক ও পরিবহন শ্রমিক লীগের পক্ষে এম ডি পিন্টু, জাকির হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে থানা যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন ইমন ও ইমরান মীর, ছাত্রলীগের পক্ষে আকতার শিকদার ও শেখ সুমন. থানা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষে কাজী শহিদুল ইসলাম ও মো. বাদশা, গভ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষে এস এম সাইফুজ্জামান, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে চৈতন্য কুমার কুন্ডু ও জুয়েল চৌধরী, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর পক্ষে ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান লিটন, নুরুল ইসলাম ঢালী, মো. শফিউদ্দিন শফি, জিয়াউদ্দিন, এনামুল হাসান, কপোতাক্ষ ক্লাব ও পাঠাগারের পক্ষে সভাপতি শেখ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মনির শিকদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলবাড়ীগেট শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এছাড়াও কুয়েট, গৌরব-৭১, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, গভ.ল্যাবরেটরি হাই স্কুল, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, খানাবাড়ী গার্লস স্কুল, খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা মাদ্রাসা, আরআরএফ সেকেন্ডারী স্কুল, তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন।