রোববার লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল জাস্টিন বিবারের। সে মোতাবেক প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা। হঠাৎ করেই অসুস্থবোধ করলেন ‘লোনলি’ গায়ক। সন্দেহ হওয়ায় করালেন কভিড টেস্ট, পেলেন পজিটিভ ফল।
২৮ জুন ফের লাস ভেগাসে আয়োজিত হবে বাতিল হওয়া কনসার্টটি।
সিএনএন জানিয়েছে, ‘করোনার হালকা উপসর্গ এখনা রয়েছে বিবারের। বাড়িতেই স্বেচ্ছাবন্দিত্বে আছেন গায়ক। ’
কনসার্ট পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজকরা, ২৮ জুন ফের আয়োজিত হবে কনসার্টটি। এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়াল পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, কিন্তু নিজের সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, শিগগিরই ভেগাসে আবার হবে এই কনসার্ট। ’
আগে যারা টিকিট কিনেছেন সেই টিকিটেই ২৮ জুনের শো দেখতে পাবেন দর্শক-শ্রোতারা। কেউ টিকিটের টাকা ফেরত চাইলেও তা ফিরিয়ে দেওয়া হবে।
‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে মোট ৫২টি কনসার্টে অংশ নেওয়ার কথা জাস্টিন বিবারের। লাস ভেগাসের কনসার্টটি এই ট্যুরেরই অন্তর্ভূক্ত।