তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে এক গৃহবধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ঘটনায় ওই গৃহবধূর বাবা কয়ড়া গ্রামের বাসিন্দা ইউনুচ আলী অপহরণকারী ডোবরা গ্রামের আকাশ মাতুব্বর (২৫) ও তার বাবা বজলু মাতুব্বরের নামে সোমবার রাতে (০৯.১১.২০২০) একটি লিখিত অভিযোগ দিয়েছেন জয়নগর পুলিশ ফাঁড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায় কয়ড়া গ্রামের ইউনুস আলীর মেয়ের (২০) ৬ মাস আগে বিয়ে হয় লোহাগড়া উপজেলার এগারনলী গ্রামের সাইফুল মোল্যার সাথে। গত সোমবার রাত ৮টার দিকে সাতৈর বাস স্ট্যান্ড থেকে ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় আকাশ মাতুব্বর। এ ব্যাপারে জয়নগর ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম বলেন, অপহরণের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।