তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে (১০ নভেম্বর) মাস্ক না ব্যবহার করায় ১১ ব্যক্তিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। দুপুর ১২ থেকে সাড়ে ১২ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করায় মোট ১১ ব্যক্তিকে ২০১৮ সালের ২৪/ ১ ধারার অপরাধ ২৪ এর (২) ধারায় জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, মাস্ক না পরায় ১১ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।