মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম ৭০ভাগ নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার ২৬ ফেব্রুয়ারি মধ্যে ১২ বছরের উর্ধ্ব সব নাগরিককে প্রথম ডোজ টিকা দিতে এ প্রস্তুতি নেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ১৮ হাজার ২০৬ জন। এ বছর ১জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২৪ তারিখ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৭ হাজার ৮৪৫ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৩ হাজার ৬৩৮ জন। তাঁদের মধ্যে তৃতীয় ডোজ (বুষ্টার) টিকা নিয়েছেন ৪ হাজার ২৭১ জন। অন্যদিকে ১২ বছরের উর্ধ্ব বয়সীরা ফাইজার প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬ হাজার ২৯৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ হাজার ৫৬৭ জন। অন্যদিকে উপজেলায় ৭০ভাগ টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় পৌরসভার ৩টি ওয়ার্ডসহ ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডে ১৮বছর উর্ধ্ব বয়সীদের সিনোভ্যাক টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ওইসব কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, ফ্যামিলি প্লানিং এফডব্লিউএ দায়িত্ব পালন করছেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় ১২বছর উর্ধ্ব বয়সের শিক্ষার্থীসহ অন্যান্যদের উপজেলা পরিষদ সভাকক্ষে ফাইজার টিকা দানের ব্যবস্থা চলমান রয়েছে। পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডের প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন ভেকসিনেটর ও তিনজন করে ভলেন্টিয়ার রাখা হয়েছে। এদের সার্বিক সহযোগিতা করবেন ওইসব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ এবং উপজেলা প্রশাসন। যারা প্রথম ডোজ টিকা নেননি তারাসহ ওইসব এলাকার জনসাধারণকে টিকাদানে উদ্বুদ্ধ করতে দায়িত্বরত কর্মীরা নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন, আগামীকাল শনিবারের মধ্যে ১২ বছরের উর্ধ্ব সব নাগরিককে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ প্রস্ততি নেওয়া হয়েছে।
১১ views