মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সামনে রমজান মাসে টিসিবির পণ্য বিক্রির প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম চালু হচ্ছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন বিভাগ দফায় দফায় সভা করে টিসিবির পণ্য বিক্রির এই নতুন নিয়ম নির্ধারণ করেছে। এখন থেকে শুধু নির্দিষ্ট কার্ডধারী অসচ্ছল ব্যক্তি,পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করতে পারবেন ডিলাররা। সারাদেশে নিম্ন আয়ের কোটি লোক কম মূল্যে দু’বার পাবে টিসিবির পণ্য।এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার জন্য নতুন কার্ড বরাদ্দ করা হয়েছে ২৯ হাজার। এর মধ্যে বড়লেখা উপজেলায় ২ হাজার ৬৪৯টি, জুড়ী উপজেলায় ৩ হাজার ৩৫৪টি , কুলাউড়া উপজেলায় ৩ হাজার ৯৫টি, কমলগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯০টি, সদর উপজেলায় ৪ হাজার ১৪৭টি, রাজনগর উপজেলায় ২ হাজার ৮ হাজার ৭১টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ৮ হাজার ১৪৪টি কার্ড পেয়েছে ।এখন চলছে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী বাছাইয়ের কাজ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ তালিকা তৈরি করে উপজেলা কমিটির কাছে পাঠাবে। সেখানে বাছাই করে চূড়ান্ত করা হবে।এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায় , করোনাকালীন ২৫০০ টাকার নগদ সহায়তার নামের তালিকায় প্রায় ৬০ হাজার লোকের নাম আছে, তারাও এই কর্মসূচির আওতায় আসবে।এই বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অনেক সময় টিসিবির ডিলারেরা পণ্য তুলে সঠিকভাবে বিক্রি করেন না। আবার লাইনে দাঁড়িয়ে অনেক ব্যবসায়ী সিন্ডিকেট করে কম মূল্যে পণ্য কিনে তা আবার উচ্চমূল্যে বিক্রি করেন এমন অভিযোগ সবসময় পাওয়া যায়। এই কারণে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
৪ views