মিন্টু মিয়া,রৌমারী প্রতিনিধি, দৈনিক শিরোমনিঃকুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী (৭০) কে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার শৌলমারী ইউনিয়নের এম আর স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার ও জানাযা শেষে পুড়ারচর কবরস্থানে দাফন করা হয়। বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারকে প্রশাসনের গার্ড অব অনার ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, এস আই আনসার আলী, মু্ক্তিযোদ্ধারাসহ অনেকেই। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে ১৯৯৫ ইং সালে চট্টগ্রাম সেনানিবাস থেকে অবসর গ্রহণ করে পুড়ারচর গ্রামে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে ভোগে গতি রাত ১ টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে ১ মেয়ে ও নাতিনাতনি রেখে গেছেন। এ ছাড়াও তিনি ছিলেন ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক।
৯ views