জুলফিকার, চরফ্যাশন প্রতিনিধি: এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। ঘটনাটি চরফ্যাসন উপজেলা, দক্ষিণ আইচায় থানা এলাকায়। মঙ্গলবার ১ মার্চ রাত ৮ টার সময় মাদ্রাসা শিক্ষার্থী তার বাসার পাশের ঘরের থেকে ডিম আনতে গেলে বখাটে নূরইসলাম (৩৫), জসিম (৩৫) ও রহমান (৩৬) ছাত্রীর মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক গণধর্ষণ চেষ্টা চালায়। মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করে উঠলে তার মায়ের উপস্থিতি টের পেয়ে তাহারা পালিয়ে যায়। রাতেই দক্ষিণ আইচা থানায় ৩ বখাটের বিরুদ্ধে অভিযোগ করেন মাদ্রাসা ছাত্রীর মা। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, বখাটে ত জনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদেরকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আনা হবে বলে ওসি জানান।