মোঃ সুমন বিশেষ প্রতিনিধি :রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুষ্প্রহর ব্যাপি সার্বজনীন মহানামযঞ্জ মহোৎসব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
৩- ৪ মাচ বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী ধমীর্য় অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্রাচায্য, অনুষ্ঠানে পৌরহিত্যে করেন শ্রী শ্রীকৈবল্যনাথ ধামের শ্রদ্ধেয় পুরহিতগন।
অনুষ্ঠানে পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, আশ্রমের উপদেষ্টা অজয় কুমার সেন, সুভাষ কান্তি দে, ইউপি সদস্য শিমুল দাস, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি আপন দুলাল, সাধারণ সম্পাদক অমর নাথ চৌধুরী টিকলু, উৎসব কমিটির সভাপতি ও মগেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত,সহ সভাপতি সুনিল শ্যাম, উপদেষ্টা নিখিল ভট্রাচায্য, দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, পুলক চৌধুরী, পংকজ ভুষন চৌধুরী, অরুন সেন,হারাধন দাস, পলাশ সেন, সুজিত কুমার কর, আশুতোষ দাস, রাজেশ দে, রনজিৎ দে, মাষ্টার শ্যামল বিশ্বাস,পলাশ শ্যাম, আশিষ বিশ্বাস, প্রবীর দত্ত, লিটন দাশ, লিটন দত্ত, নয়ন চৌধুরী, সাংবাদিক বৃন্দ, প্রমুখ। পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তদের সাথে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন।