ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :‘মুজিববর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি, ভুমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মুলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারী)সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালিত হয়। এতে সহযোগিতায় রয়েছে গণউন্নয়ন কেন্দ্র জিইউকে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ওসি তদন্ত এমএ আবু সাঈদ, কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত সাব অফিসার খোরশেদ আলম প্রমূখ।