বিশেষ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাংলাদেশের ৫০বছর পুর্তি সুবর্নজয়ন্তি উদযাপন উপলক্ষে খুলনার খানজাহানআলী থানাধীন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত গতকাল ১০ইমার্চ বৃহষ্পতিবার বেলা ১১ ঘটিকার সময় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়মে প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অুনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের সহকারি শিক্ষক মো: সোহাগ হোসেনের পরিচালনায় সভাপতিত্ত করেন খানজাহানআলী থান আওয়ামিলীগের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠনে প্রধান অতিথী ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ আতিথী ছিলেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মিয়া কওছার আলী, বর্তমান প্রধানশিক্ষক মনিরা পারভিন, খানজাহানআলী থানা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স ম রেজোয়ান আলী, স্কুলের প্রাক্তন ছাত্র কাজী মনোয়ার হোসেন, মিয়া হায়দার আলী, সাংবাদিক মিয়া বদরুল আলম, ব্যাবশায়ী শেখ ইবাদত হোসেন, মিয়া মনিরুজ্জামান, শেখ জাকির হোসেন, মির সিরাজুল ইসলাম, ইউপি সদশ্য আহাজ্ব আলআমিন, ইউপি সদশ্য মো: বিল্লাল হোসেন, আওয়ামিলগ নেতা শেখ আব্বাস আলী এছাড়াও স্কুলের শিক্ষক মন্ডলি জনাব মো: মনিরুজ্জামান, জনাব মো: অয়াহিদ কামাল, জনাব প্রবির কুমার, জনাব মো: আবুল বাশার, জনাব কাজী আশরাফুজ্জামান, জনাব বিপ্লব মন্ডল, জনাব অনাদি কুমার মন্ডল, সাংবাদিক জিয়াউল ইসলাম, সাংবাদিক শেখ তোফাজ্জেল হোসেন প্রমুখ।