ইমরান শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মৃত মালেক শেখ এর ছেলে রবিউল শেখ (৪০) গত রাত্রে খুন হয়েছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা (বাঁশতলা) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত পরিবারের সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টায় রবিউল সেখ পার্শ্ববর্তী দোকান থেকে মশার কয়েল কিনে বাড়িতে প্রবেশের সাথে সাথেই একই গ্রামের কুবাদ শেখ সহ ৫/৬ জন লোক তাকে ডেকে নিয়ে যায়। ওনার সঙ্গে থাকা নাসির, পান্নু সহ দুই তিনজনেকে রবিউলের স্ত্রী চিনতে পারে। পরবর্তীতে যখন আর বাড়ীতে ফিরছে না তখন মোবাইলে ফোন দিলে বন্ধ পান এবং সন্দেহ বাড়তে থাকে।সাররাত অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে সকাল আনুমানিক নয়টার সময় বাড়ীর পাশেই বাঁশের জঙ্গলে মৃত অব্স্থায় পড়ে থাকতে দেখা যায়।নিহত রবিউলের স্ত্রী দাবি করছেন, শহীদ শেখ হত্যা মামলার জের ধরেই পরিকল্পিতভাবেই তার স্বামীকে হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী, মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যরা এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মাসুদ রায়হান, ওসি তদন্ত ফিরোজ আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ দ্রুত মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। ময়না তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করবেন বলে নিহতের পরিবার আশাবাদী।
২৪ views