ওয়াজেদ আলী গোবিন্দগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ টিভি পরিবারের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আনন্দ টিভির ৪র্থ বর্ষপুতি অনুষ্ঠান।আজ ১১ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে ছিল র্যালী, আলোচনা সভা, কের্ককর্তন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আব্বাছ উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন।এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আনন্দ টিভি’র গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি উজ্জল হক প্রধানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাংবাদিক মুক্তিযোদ্ধা বাবু শ্যামল কুমার রায় জিবু, ভোক্তা মঞ্চের সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক শাহ রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান।গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মামুন হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম, নুর আলম আকন্দ, কালা মানিক দেব, মশিউর রহমান বাবু, সুমন সরকার, জোবাইদুর রহমান সাগর, ইয়াছির আরাফাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।