সাইফুল ইসলাম শাহীন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : যমুনা লাইন পরিবহনের বেপরোয়া গতি আবারো এক পথচারী নিহত।পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ নামকস্থানে এ ঘটনা ঘটে।যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৭০৯) তাকে চাপা দিলে ঘটনাস্থালেই মৃত্যু হয়।নিহত হাসান পারভেজ কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসাবে নিযুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত হাসান মাগরিবের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে পরিবহনটি পথিমধ্যে হাসানকে চাপা দেয়।এসময় তাকে বাসের চাপায় থেতলে অন্তত ২৫-৩০ গজ সামনে নিয়ে যায়।এতে ঘটনাস্থালেই মারা যান।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থালে আসি।
ঘাতক বাসটি আটক করা হয়েছে।তবে চালক ও হেলপার পালাতক রয়েছে
৮১ views