জুলফিকার চরফ্যাশন (উপজেলা) প্রতিনিধি: দক্ষিন আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কৃষক মোঃ স্বপন মুন্সির ২একর জমিতে করা তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের আবু তাহের নামের অপর এক কৃষকের বিরুদ্ধে। এঘটনায় কৃষক স্বপনের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কৃষক মোঃ স্বপন জানান, তরমুজ আবাদ করতে জমি লগ্নীসহ তার একর প্রতি খরচ হয়েছে ৯০ হাজার টাকা। প্রতিবেশী কৃষক আবু তাহেরের সাথে একোই জমি (তরমুজ গাছ উপড়ে ফেলা জমি) নিয়ে বিরোধ হয়। ওই জমি বিরোধকে কেন্দ্র করে তার আবাদ করা তরমুজের গাছ উপড়ে ফেলার হুমকি দিয়ে আসছিলেন কৃষক আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম সহ কয়েকজন। শনিবার সকালে তরমুজ খেতে গিয়ে দেখেন তার আবাদ করা ক্ষেতের তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে। গাছে ফল আসার শুরুতেই এত বড় ক্ষতিতে ঋণের দায় শোধ করবে কিভাবে এ নিয়ে দিশেহারা হয়ে পরেছেন কৃষক স্বপন মুন্সী। এ বিষয়ে তিনি তার স্ত্রীকে বাদী করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনি ব্যবস্থা নেয়া আস্বাস দিয়েছেন।
অভিযুক্ত কৃষক আবু তাহের জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমাকে ফাঁসানোর হচ্ছে। তরমুজ গাছ উপড়ে ফেলার পেছনে তার কোন সংশ্লিষ্টতা নাই বলে তিনি জানান।