পলাশ হোসাইন পাবনা প্রতিনিধি দৈনিক শিরোসণিঃ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন,উন্নত বাংলাদেশ গড়তে তৃণমুল পর্যায়ের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।কারন শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতি উন্নতি লাভ করতে পারে না।
যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নাই।সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। এমপি প্রিন্স আরো বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকেই নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ওবায়দুল হকের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান,ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না,সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,সাবেক বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমত বিশ^াস,যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি,সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ সম্পাদক হিরোক হোসেন,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শেখ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানটির শিক্ষক –শিক্ষার্থীবৃন্দ।