ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। সোমবার (১৫ মার্চ) সকালে ট্রাক শো, বর্ণাঢ্য র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, রাজস্ব শিমুল কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দাস, সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর, ব্যবসায়ী সাংবাদিকসহ অনেকই।আয়োজকরা জানান, প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যাতে সহজে অভিযোগ করতে পারে সেজন্য চালু করা হয়েছে ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সার্ভিস, যার নাম্বার ১৬১২১। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোক্তারাও অভিযোগ দায়েরের সুযোগ পাবে।
১ view