1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

রাঙ্গামাটিতে আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা

মিন্টু কান্তি নাথ,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
মিন্টু কান্তি নাথ,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী, অবৈধ অস্ত্র পরিহার করে, সুস্থ জীবনে ফিরে আশার আহ্বান।আওয়ামী লীগ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ১৩বছরের ক্ষমতায় বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে এসেছে, সেটির প্রমাণ দিবে এদেশের নাগরিকরা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে। বিদ্যুতিক ঘাটতি পূরণ করেই চলেছে বর্তমান সরকার।আমরা আশা করি পার্বত্য অঞ্চলের যেসকল  এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি, কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া হবে। বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তর পোশাক রপ্তানির দেশ হিসেবে স্থান লাভ করেছে।
যারা জামাত-বিএনপি করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনা।এদেশের উন্নয়নকে তারা স্বীকার করেনা। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ হয়েছে সেটি তাদের চোখে  পড়েনা এবং স্বীকার করেনা।
তিনি আরও বলেনএই পাহাড়ে যারা অস্ত্র ব্যবহার করে শান্তির কথা বলছেন, শান্তির পরিবেশ খুঁজছেন, তারা শান্তির পরিবেশ খুঁজে পাবেন কিভাবে? অবৈধ অস্ত্র পরিহার করুন, তবেই পাহাড়ে শান্তির সুবাতাস বইবে।আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী । আমরা এক সাথে এদেশকে উন্নত বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করবো। তাই সারাদেশের ন্যায় জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষকে উদার মনে ভালোবাসেন। ২১শে  মার্চ সোমবার সকালে রাঙ্গামাটি জেলার  ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা আ. লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় সভায়
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ. লীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের  উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অছাপ্রু মারমা,  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, মিডিয়া কর্মী, প্রমুখ।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায়টি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় এবং হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। রাঙ্গামাটি জেলা , উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির  গঠনের নির্দেশ দেন।
Facebook Comments
৭ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি