কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। আজ ২৮শে (মার্চ) সোমবার সকাল ৬টা থেকে জেলা শহরের চৌমুহনী চত্বরে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দিলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। এসময় তারা শহরের সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা নিত্য পন্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে বাম গণতান্তিক জোটের অর্ধদিবস হরতাল মৌলভীবাজারে সফল হয়েছে বলে দাবি জেলা সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু। হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ হলেও সারা মৌলভীবাজারে এর কোন প্রভাব পড়েনি। অন্যান্য সড়কে যানবাহন চলাচল ও ব্যবসা বানিজ্য, সবকিছু ছিল স্বাভাবিক।
৮ views