এতে সততা, যোগ্যতা, আদর্শ ও দীর্ঘ ত্যাগের মূল্যায়নে লক্ষ্মীপুর জেলার চার সন্তান কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির মধ্যে লক্ষ্মীপুর জেলা থেকে…..
হাবিবুর রহমান পবন – প্রেসিডিয়াম সদস্য,
শামসুল ইসলাম পাটওয়ারী – উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক,
ইন্জিনিয়ার মুক্তার চৌধুরী কামাল – কার্য-নির্বাহী সদস্য,
আশফাক আহাম্মেদ – কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়।
অন্যদিকে লক্ষ্মীপুরে পুত্রবধু সৈয়দা সানজিদা সারমিন – উপ-মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত হন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
এদিকে যুবলীগের কেন্দ্রিয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পর লক্ষ্মীপুরের নেতৃবৃন্দদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানায় দলীয় নেতাকর্মীরা।
এছাড়াও রামগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগ নেতা সালেহ্ উদ্দিন মানিক সহ প্রমুখ।