মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড উপজেলা প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উদ্যোগে খ্রীস্ট্রান সম্প্রদায়ের ধর্মীয়গুরুদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
২৯শে মার্চ মঙ্গলবার সকাল ১০ঘঠিকার সময় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কমকার ,টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে উপজেলা প্রকল্প ব্যাবস্থাপক প্রতিম দেওয়ান, ফ্যাসিলিটেটর উরসূলা খীসা, পোগ্ৰাম অফিসার রিচা চাকমা, উৎপল চাকমাসহ ৫০ জন খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ধমীর্য় গুরুগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় কৈশোরকাল,কিশোর কিশোরীদের প্রতি সহিংস আচরণ বিশ্লেষণ, শিশু নির্যাতন, কৈশোরকালীন অধিকার ও সেবা,বাল্য বিবাহ, প্রতিবন্ধী এবং এর ধরণ, প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য, কিশোর কিশোরীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কর্মশালা শেষে শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। ছবি ও ক্যাপশন ঃ রাজস্থলীতে ধর্মীয়গুরুদের আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।