মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃনওগাঁর ধামইরহাটে বিশ্ব পানি দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, সহকারি প্রকৌশলী বিএমডিএ মো. হাবিবুল আহসান, সহকারী সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ণ বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী, সাংবাদিক আব্দুল মালেক বক্তব্য রাখেন এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অদৃশ্য হয়ে থাকা ভূগ্রর্ভস্থ পানিকে দৃশ্যমান করার বিষয়সহ এলাকার পানি সংক্রান্ত নানান রকম সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা ব্যক্ত করেন।