1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

মধুপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ শিক্ষার্থীদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের মধুপুর, গোপালপুর ও ধনবাড়ীতে রমজানের সময়  ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে  শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী, মধুুপুরে বিক্ষোভ মি‌ছিল করেছেন স্থানীয়় লোকজন ও সাধারণ ছাত্ররা। মিছিল শেষে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে তারা। এ সময় ভয়ে অফিস থেকে পালিয়ে যান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মধুপুর জোনাল অফিসে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, গত দুই মাস ধরে মধুপুর শহরে ঘন ঘন লোড‌শে‌ডিং হচ্ছে। বিদ্যুৎ একবার গেলে দীর্ঘ সময়েও আসে না। বিদ্যুৎ না থাকায় মধুপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মধুপুর জোনাল অফিস ঘেরাও করে ভাঙচুর চালান। এতে যোগ দেন অনলাইন সংগঠন ‘মধুপুরবাসী ফেসবুক গ্রুপের’ সদস্যরাও।

শিক্ষার্থীরা জানান, রোজার শুরুতেই ঘন ঘন লোড‌শে‌ডিং হচ্ছে। পরীক্ষার হলে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল রাত থেকে টানা ১০ ঘণ্টা মধুপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এজন্য পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়েছে।

ওসি মাজহারুল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়। পরে তারা চলে যায়। এতে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে থানায় অভিযোগও দেননি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।’

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন, ‘জামালপুর গ্রিডের সমস্যার কারণে মধুপুরে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে শুনেছি। সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে দুপুরে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিসের ডিজিএম আবু মোহাম্মদ ইয়া‌হিয়া বলেন, ‘মধুপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে বিদ্যুৎ পাচ্ছি ৭-৮ মেগাওয়াট। বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। প্রায় দুই মাস ধরে এই সমস্যা চলছে। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার শিক্ষার্থী ও স্থানীয়রা অফিস ঘেরাও করে।

 

Facebook Comments
৩০ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি