মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত, অতি দরিদ্র গৃহহীন পরিবারের মাঝে পাকা বাড়ি বিতরণ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১০ই এপ্রিল) দুপুরে গোপালপুর উপজেলার, ধোপাকান্দি ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত রহিমের স্ত্রী, ৮৫ বছর বয়সী বৃদ্ধা বিসালী বেগমকে জমিসহ পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়। অতি দরিদ্র আশ্রয়হীন বিলাসী বেগম ভিক্ষাবৃত্তি করে দিনপাত অতিবাহিত করে আসছিলেন ।
ঘরের চাবি হস্তান্তর করেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, গোপালপুর পল্লী বিদ্যুৎ এর এজিএম তাহসান সোহাগ, এসআই মোঃ শফিকুল ইসলাম, মোঃ সুমন আহমেদ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) কার্যালয়ে প্রধানমন্ত্রী উপহার দেওয়া ঘর বিতরণ ভিডিও কনফারেন্সে যুক্ত গোপালপুর থানা, এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, ওসি মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা দেন, বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘সকলের জন্য আবাসন’ প্রকল্পে সামিল হয়ে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘরনির্মাণ কর্মসূচি নেয় বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপালপুর থানা পুলিশের উদ্যাগে সাহাপুর গ্রামে দুই শতাংশ জমিক্রয় করে ঘর নির্মাণ করা হয়।
টেকসই, পরিবেশবান্ধব ও আধুনিক করে নির্মিত প্রতিটি বাড়ির আয়তন ৪১৫ বর্গফুট। প্রতিটি বাড়িতে মোট ৩টি কক্ষ রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ, এসপি অফিস, এসবি, পুলিশ হেডকোয়ার্টার্স ও প্রকল্প সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাই করে বাড়িগুলো অত্যন্ত গরিবদের মাঝে বণ্টন করা হয়েছে ।
ঘর পেয়ে আবেগাপ্লুত বিলাসী বেগম জানান, দিনে ভিক্ষা করে রাতে মেয়েকে নিয়ে থাকেন সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। মেয়ের বিয়ে দিয়েছিলেন, বিয়ের কয়েক বছরের মাথায় স্বামী তাকে তালাক দেয়, এরপর দীর্ঘ তের বছর মেয়েকে নিয়ে স্কুলের বারান্দায় রাত্রিযাপন করে আসছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের নির্মিত ঘর পেয়ে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন তিনি।