মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের অন্যান্য উপজেলার পাশাপাশি গোপালপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নকে গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের আওতায় এনেছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট কোম্পানি গুগল ।
এর অংশ হিসাবে, স্ট্রিট ভিউয়ে নেটিজেনদের চোখ আটকে গেছে পৌর শহরের ভুঞারপাড়া ও রামদেব বাড়ি সড়কের পাশে বসে মহিলাদের জোট বেঁধে উকুন আনার একটি দৃশ্যে, দৃশ্যটি নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে। মূলত যখন তারা রাস্তার পাশে বসে উকুন আনতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনি তাদের পাশ দিয়ে চলে গিয়েছিলো গুগল স্ট্রিট ভিউ গাড়ি, এতেই এমন দৃশ্য ধারণ হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে গোপালপুর উপজেলার বিভিন্ন সড়ক ঘুড়ে ৩৬০ডিগ্রী প্যানোরামিক ছবি সংগ্রহ করে গুগল স্ট্রিট ভিউয়ের গাড়ী, যা এখন গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে লাইভ দেখা যাচ্ছে।
গুগল স্ট্রিট ভিউ প্রযুক্তির মাধ্যমে গুগল ম্যাপে স্ট্রিট ভিউয়ের আওতায় থাকা এড়িয়ার রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান সহ কোথায় কি আছে তা ৩৬০ডিগ্রী এঙ্গেলের ছবি উপভোগ করার সুবিধা পাওয়া যায়। এজন্য ঘরে বসেই যেকোন রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এতে ঐ অঞ্চলে নিয়ে সহজেই পর্যটকরা আকৃষ্ট হয়ে থাকে।
মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে ওই স্থানের ছবি তোলে। এ জন্য গুগলের বিশেষভাবে তৈরি একটি গাড়ি রয়েছে। নয়টি ক্যামেরার মাধ্যমে এ গাড়ির সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিউতে প্যানোরোমা সুবিধা ব্যবহার করে ছবি তোলা যায়। এর সঙ্গে থাকে বিশেষ লেজার ও জিপিএস-সুবিধা, যা ছবি তোলা হয়েছে এমন স্থানটির দূরত্ব কত সেটিও নির্ধারণ করে দেয়। নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলার পাশাপাশি ওই স্থানের তথ্য সংগ্রহ, যাচাই শেষে যুক্ত হয় গুগল মানচিত্রে।
Street view এপস অথবা গুগল ম্যাপে সরাসরি যেকেউ স্ট্রিট ভিউ উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য,গুগল এবং ইউএনডিপি ও ইউএসএইডের সহায়তায় পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতার ফলে বাংলাদেশে চালু হয় গুগল স্ট্রিট ভিউ ।
২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারী বাংলাদেশে প্রথম যাত্রা করে গুগল স্ট্রিট ভিউ গাড়ি, পর্যায়ক্রমে সারাদেশকে স্ট্রিট ভিউয়ের আওতায় আনতে কাজ চলছে।