মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ীর হামলায় নদী (২৫) নামের এক হিজড়া (তৃতীয় লিঙ্গ) আহত হয়েছেন। আহত নদীকে বামন্দী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল-২২) বিকেলে গাংনী বামন্দী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বুধবার বিকেলে হিজড়া নদীসহ তার সঙ্গীরা বামন্দী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা তুলছিলেন। তারা ওই বাজারের কসমেটিক ব্যবসায়ি সােহেল রানার কাছে পবিত্র ঈদুল ভিতর উপলক্ষে চাঁদা চাচ্ছিলেন। এসময় সােহেল ও হিজড়াদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সােহেল ক্ষিপ্ত হয়ে নদীকে হামলা করেন।
সােহেল রানা জানান, হিজড়াদের একটিদল জোরপূর্বক চাঁদা উত্তোলন করছিলেন। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা অশ্লীল ভাবে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় হাতাহাতি হয়েছে মাত্র।
আহত নদী জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমরা ৯ জন হিজড়া রোজা রেখে বকসির চাচ্ছিলাম। এসময় সােহেল উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে আমার ওপর হামলা চালায়।