জুলফিকার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি (ভোলা): বাংলাদেশ সড়ক পরিবহন ও পল্লী বিদ্যুৎ সমিতি বিভাগের সাথে সমন্ধয়হীনতার কারনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ৩৮ কিলোমিটার মহা সড়ক প্রশস্ত করনে ২ বার অর্থ ব্যয়ের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগছে এলাকাবাসী।
সড়ক প্রশস্ত করনের কাজ শুরু হওয়ার সমসাময়িক সময়ে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বন্ধ রেখে সড়কের গাছ কর্তন করে নতুন খুটি বসিয়ে তার সংযোগ দিয়ে লাইন চালু করেন। দীর্ঘদিন ভোগান্তির কারনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল তার উপজেলা নির্বাহী কর্মকর্তা পেইজে ঠিকাদারকে ভ্রাম্যমাণ আদালতে দ্ধারস্থ করার হুমকি পযর্ন্ত দেন। সড়ক প্রশস্ত করনের জন্য বর্তমানে ১ বছর পুর্বে স্থাপিত ঘুটি সরানোর প্রকল্প আবার শুরু করেছে ২ বিভাগ। ফলে মার্চ ২২ থেকে আবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পযর্ন্ত বিদ্যুৎ বন্ধ রেখে খুটি সরানোর কাজ চলমান রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ ২ বিভাগ কাজ শুরু করার আগে সমন্ধয় করে নিলে দীর্ঘ দিনের বিদ্যুৎ লোডসেডিং দেয়া সহ ২য় বার অর্থ ব্যয় হত না। জনগনের ভোগান্তিও কমে আসত।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন মোবাইল ফোনে জানান সড়ক ও পরিবহন বিভাগ জমি অধিগ্রহণ সাপেক্ষে তাদের নিজস্ব অর্থায়নে ঘুটি স্থানান্তর করার চিঠি দেওয়ায় আমাদের নবনির্মিত লাইন সরানোর কাজে আবারও হাত দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আবার সড়ক প্রশস্তকরনের জন্য সড়ক বিভাগ আবারো জমি অধিগ্রহণ করলে আমরা আবার খুটি সরিয়ে বসাতে হবে।