মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী ও জার্মিত্তার তিন ফসলি জমির মাটি কেটে স্থানীয় ইটের ভাটা ও আসেপাসের এলাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে ফসলি জমি কমে যাচ্ছে যার প্রভাব স্থানীয় সবজির বাজারে পরেছে। ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করাতে এলাকায় সবজি ও খাদ্যের ঘাটতি দেখা যাচ্ছে। আজ ১৫-০৪-২০২২ ইং রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় স্থানীয় লোকজন মাটি কাটতে বাধা দিলে হাতা হাতি হয়, পরে লোকজন রেঘে গিয়ে মাটি কাটার ভিকু ও মাটি বহন করার গাড়ি ভাংচুর করে। লোকজনের ভাষ্যমতে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ হতে কোনো প্রকার ব্যবস্থা করা হয়নি। তাই তারা ভিকু ও গাড়ি ভাংচুর করেছে।
জার্মিত্তা ও হাতনী চকের কয়েক হাজার একর ফসলি জমি ইট ভাটার জন্য এখন চাষের অনউপযোগী হয়ে পরেছে। তাই এলাকা বাসিন্দাদের দাবি স্থানীয় প্রশাসনের যেনো এই বিষয়টা দেখেন ও সুঠ ব্যবস্থা গ্রহণ করেন।