ফয়সাল জামান ফাহিম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছেন উক্ত বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ ১৭ নভেম্বর, সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা।
মানববন্ধনরত শিক্ষার্থীদের মধ্যে কামরুল হাসান নামে একজন শিক্ষার্থী বলেন, প্রসঙ্গত উল্লেখ্য ঢাবি,চবি, রাবি,ইবি,বেরোবি,জাককানইবি তাদের ইটিই/এপিইসিই/ইসিই বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে রুপান্তর করে।এখানে স্পষ্ট যে ICT,ICE উপযুক্ত সমাধান নয়।আমরা ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল এর হার্ডওয়ারের বেশি দক্ষ কারণ বিগত বিষয়ে সেটি মুখ্য বিষয় ছিল।কিন্তু ICE,ICT তে মুখ্য হলো সফটওয়্যারে,যা আমাদের জন্য মানানসই নয়।২০১৭ সালে APECE কে ETE তে রূপান্তর এর অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ পুনরায় জটিলতার সৃষ্টি হয়েছে।অতএব আমরা আশা করব EEE তে রূপান্তরের মাধ্যমে আমাদের দ্রুত ক্লাসে ফেরার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ইতোপূর্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবীতে অনশনরত অবস্থায় ছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।