মিন্টু মিয়া,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মাহমুদা আক্তার স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, রৌমারী আদর্শ কেরামতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোকছেদ আলী, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর সরকারের তাৎপর্য্য তুলে ধরেন। সেই সাথে মুক্তিযুদ্ধের রৌমারীর ভুমিকা নিয়েও আলোচনা করেন। রৌমারীতে স্মৃতি সৌধ নির্মাণ, আর্থসামাজিক উন্নয়নের দাবী জানান।
৩ views