জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু এবং দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবিরুল ইসলাম জাতীয় পার্টি চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন। জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাপা চেয়ারম্যানের আমন্ত্রণপত্র নিয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
২৩ এপ্রিল বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে কূটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে জাপা।