নেএকোণা প্রতিনিধি মোঃখান সোহেল : ঢাকা গামী শাহজালাল পরিবহনের একটি বাস থেকে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জেলা সদরের পারলা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
পুলিশের অভিযান টের পেয়ে তার সঙ্গে থাকা আর চার সহযোগী পালিয়ে যায় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কোরবান আলী।
তিনি গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে।
পলাতক অন্যান্য সহযোগীরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাধন (২৮), গাজীপুরের মাওনা এলাকার আসাদুল (২৩), একই এলাকার তমিজ (২৬) ও ময়মনসিংহের ত্রিশাল এলাকার আবদুল্লাহ (২৫)।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পাঁচজন সুনামগঞ্জ থেকে গাঁজার চালান নিয়ে বাসে করে ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। শাহজালাল পরিবহনের একটি বাসে তল্লাশি করে দুই কেজি করে ২২টি প্যাকেটে ৪৪ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। কোরবান আলী পেশাদার মাদক কারবারি।
এর আগেও তিনি নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামিদের ধরতে চেষ্টা করছে পুলিশ।