মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সোনাগাজী বাজারে মাস্ক পরিধান করার জন্য সোনাগাজীর জিরো পয়েন্টে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন- সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায়, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মোট ৭ টি মামলায় ৭ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২১ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।
এইসময় মধুমেলাকে ১০ হাজার টাকা, ভূইয়া সেনেটারিকে ১ হাজার টাকা, হাজির মিষ্টি মেলাকে ৫ হাজার টাকা, ফয়সাল সুপার শপ ৩ হাজার টাকা, মিন্টু লাল ফার্মেসীকে ৫ শত টাকা, এক ফল দোকানদারকে ২ হাজার টাকা, মাস্ক পরিধান না করায় এক পথচারীকে ২ শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং প্রায় সকলকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।