সেলিম খান, জেলা প্রতিনিধি ঃ কলারোয়া শ্রীপতিপুর সাতবছর যাবত এলাকার মানুষের সুবিধার্থে নিরবে সুপেয় পানি ব্যবস্থা করেছেন বিশিষ্ট গ্রাম ডাক্তার মোঃ মফিজুল ইসলাম মফিজ এর ছোট ছেলে আশেকে রাসুল (সুমন)এই প্রতিবেদককে জানান আমাদের এলাকায় অধিকাংশ পানিতে আর্সেনিক পরিবার ও এলাকার মানুষের কথা ভেবে ২০১৫ সালে একটি আর্সেনিকমুক্ত কল বসাই। সেই থেকে এলাকার মানুষ সহ আশেপাশে মানুষ জন্য এখান থেকে খাবার পানি নিয়ে যায়। শ্রীপতিপুর গ্রামের রমেশ, রাজিয়া , মিঠু, পরিমালা, শহিদুল কয়লা গ্রামে শরিফুল জানান ডাক্তার ভাই ও তার ছেলে সুমন এর মহৎ উদ্যোগের মাধ্যমে আমরা ভালো পানি পান করতে পারছি। কিন্তু বিদ্যুৎ না থাকলে আমাদের পানি নেওয়ার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড খড়া থাকার কারণে নলকূপে পানি ওঠে না তাই তিনি পাম্ব মটর এর মাধ্যমে বারো মাসে পানি দিয়ে থাকেন। খুবই কষ্টদায়ক হয়ে উঠছে আমাদের জীবন। এজন্য জরুরী ভিত্তিতে কয়েকটি সুপ্রিয় পানির ব্যাবস্থা হলে পানির জন্য আমাদের কষ্ট পেতে হতো না। বিষয়টি ৩ নম্বর কয়লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহেল রানা জনাব কে জানানো হলে তিনি আশ্বাস দিয়েছেন, তবে কবে সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। ইউ পি সদস্য ৫ নং ওয়ার্ড মোঃ শাহাদাৎ হোসেন জনান, এলাকার মানুষের জন্য পর্যাপ্ত আর্সেনিক মুক্ত পানির অভাব রয়েছে। আশেকে রাসূল ( সুমন) তার পরিবার ও এলাকার সাধারণত মানুষ এর জন্য আর্সেনিক মুক্ত পানির ব্যাবস্থা বিগত সাতবছর ধরে করে আচ্ছে। তবে চেয়ারম্যান সাহেব কে আমাদের দুর্ভোগের কথাটি জানিয়েছি তিনি ব্যাবস্থার জন্য আশ্বাস দিয়েছেন। সরকারি সহযোগিতা পেলে এলাকাবাসী এর থেকে লাগব পাবে।উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর সুদৃষ্টি কামনা করছি।