আজিজুল ইসলামঃ মুক্তাগাছার কৃতিসন্তান, বিশিষ্ট প্রিন্টমেকার, চিত্রকর, গবেষক, লেখক, কবি, সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর ড. হীরা সোবাহান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পে প্রথম পর্যায়ে আট লক্ষ টাকার মধ্যে ৪০% অনুদান লাভ করেন। তার গবেষণার বিষয় : ” রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আলপনা ও দেয়ালচিত্র : বিষয় ও আঙ্গিক”।
গবেষণা সহযোগিতায় আছেন অত্র বিভাগের সহয়োগী অধ্যাপক ড. সুজন সেন ও বিভাগের শিক্ষার্থী লাবু হক। গবেষণার মেয়াদ তিন বছর। এ ব্যাপারে তিনি বলেন, “রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন গোত্রের নৃগোষ্ঠীর আবাসস্থল রয়েছে। মূলত তাদের স্বকীয়সত্তায় অংকিত আলপনা ও দেয়ালচিত্রের বিষয়, আঙ্গিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সচিত্র প্রতিবেদন আকারে উপস্থাপন করাই এ গবেষণার মুখ্য উদ্দেশ্য । যাতে এদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে বিশ্বের অন্যান্য জাতি, শিল্পীসমাজ, শিল্পবোদ্ধারা প্রগাঢ় জ্ঞান আরোহণে সমর্থ হবে।”
২৪ views