মিন্টু কান্তি নাথ: রাজস্থলী পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ অর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের অবস্থানটা সুন্দর দেখতে চায় সেনাবাহিনী। সাংবিধানিক এই প্রত্যাশা বাস্তবায়নে সকলকে মিলে মিশে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন অবৈধ অস্ত্রধারীরা কখনো মানুষের কল্যাণ চায়না। তাদের বয়কট করতে হবে । আঞ্চলিক দল গুলো পার্বত্য চট্টগ্রামের মানুষ কে অন্ধকারে রাখতে চায়। রবিবার (২৪ শে এপ্রিল ) সকাল ১০ ঘঠিকার সময় কাপ্তাই অটল ৫৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল পি এস সি এর দিক নির্দেশনা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পে আয়োজিত হেডম্যান কারবারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শামছুল আরেফিন খাঁন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টিন তানভীর আহমেদ, লেফটেন্যান্ট আবু সায়েম, বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, ইউপি সদস্য- সদস্যাসহ কারবারিগণ উপস্থিত ছিলেন। এদিকে রাজস্থলী আমি ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত স্থানীয় হেডম্যান ও কারবারী সম্মেলন ২০২২ রাজস্থলী আমি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মামুন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম,সাংবাদিক হারাধন কর্মকার, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, হেডম্যান প্রেমা তালুকদার, হেডম্যান বিরনাথ ত্রিপুরা, মংবাথোয়াই মারমা, ইউপি সদস্য অজয় ত্রিপুরা, কারবারি,মেছিং মারমা, সুরেশ চন্দ্র তংচঙ্গ্যা প্রমুখ। সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি,হেডম্যান, মেম্বার, কারবারি , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।