আজ মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিন দিনের সফরের প্রথমে রাশিয়া যাবেন তিনি। ইউক্রেন সংকটকে ঘিরে জাতিসংঘের নেয়া সীমিত পদক্ষেপ নেয়ায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা মধ্যেই এ সফরে যাচ্ছেন তিনি।
আজ মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিন দিনের সফরের প্রথমে রাশিয়া যাবেন তিনি। ইউক্রেন সংকটকে ঘিরে জাতিসংঘের নেয়া সীমিত পদক্ষেপ নেয়ায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা মধ্যেই এ সফরে যাচ্ছেন তিনি। এদিকে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ছায়া যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
সোমবার রাশিয়ার ফার্স্ট চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ন্যাটো। এ সময় পারমাণবিক সংঘাতের ব্যাপারে সতর্ক করেন তিনি। এদিকে ল্যাভরভ বিশ্বকে ভয় দেখাতে চায় বলে বলে পাল্টা মন্তব্য করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
এদিকে আগামী ১৬ মে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারে সুইডেন ও ফিনল্যান্ড। তবে দেশ দুটি ন্যাটোতে যোগ দিলে বাল্টিক অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে বলে সতর্ক করে আসছে রাশিয়া। অন্যদিকে পশ্চিমারা রাশিয়াকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিতে পশ্চিমারা বিদেশি গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যম ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।