মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়ন পরিষদে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম।
এছাড়াও পত্নীতলা সার্কেল মো. আফতাফ উদ্দীন, মহাদেবপুর সার্কেল অফিসার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাইদুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাল্যবিবাহ, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে সরাসরি কথা বলেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।