ইব্রাহিম চৌগাছা যশোর প্রতিনিধিঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আজ বুধবার অর্পণ-দর্পন স্মৃতি ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান “অর্পণ-দর্পন স্মৃতি পাঠাগার” এর উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৫ রমজান ১৪৪৩ হিজরি (২৭ এপ্রিল ২০২২), বুধবারে চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামে পাঠাগারের সম্মুখে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উক্ত পাঠাগারটির সভাপতি মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, নানা পেশা-শ্রেণির মানুষ তথা আমন্ত্রিত অতিথিগণকে সাথে নিয়ে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও অত্র অঞ্চলের নানা পর্যায়ে ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানিয়ে সভাপতি বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ।এর দ্বারা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”।
এছাড়া উক্ত পাঠাগারের কোষাধ্যক্ষ মোঃ সাকিব ইসলাম বলেন, “প্রতি বছর মহান আল্লাহ তার সন্তুষ্টি লাভের জন্য একটি মাস আমাদের মাঝে দিয়েছেন। এখান থেকে আমরা ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ,এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হতে পারবো এবং পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।