মোঃ ঝুমন,সোনারগাঁও উপজেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সারে চার হাজার পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার অসহায়দের মাঝে বিতরণ করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
নগদ অর্থসহ ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও’র চাউল, চিনি, তেল লবন, শেমাই, দুধ ও আলু। ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লা, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, ডাক্তার আতিক উল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আওয়ামীলীগ নেতা আলম চাঁন, শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন প্রধান ও যুবলীগ নেতা আরিফ হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনাকালে আমি আমার নিজস্ব অর্থায়নে ৩৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পর্যাক্রমে পৌঁছে দিয়েছি। প্রতি ঈদেই আমি অসহায় মানুষদের পাশে দাড়াতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ সারে চার হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলাম, ইনশাআল্লাহ মহান আল্লাহপাক যতদিন আমাকে সামর্থ দিবেন আমার এ কার্যক্রম চালিয়ে যাবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, অসহায়দের পাশে দাঁড়ানোর মতো এই ক্ষুদ্র প্রয়াস আমার নিজস্ব অর্থায়নে হলেও প্রধানমন্ত্রীর নির্দেশ ও আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করাই আমার মূল উদ্দেশ্য, যতদিন বেঁচে থাকবো আমি অসহায়দের পাশে থাকতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।