ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ। সেই ঈদ এর আনন্দ অনুভূতি অসহায় নিরন্ন মানুষের নিকটে পৌঁছে দিতে গত ০১ মে বাংলাদেশের বিভিন্ন স্থানে স্বপ্নকানন সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে ৮৫ টি অসহায় পরিবারকে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) দেওয়া হয়।
স্বপ্নকানন তার পাঁচটি শাখার মাধ্যমে প্রতিবছর ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রায় ১০০+ পরিবারে খাদ্যবিতরণ করে থাকে। এইবছর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সভাপতি আলামিন হোসেন পাপ্পু এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ লুৎফুর রহমান এর নেতৃত্বে সারাদেশে ৮৫ টি পরিবারে খাদ্যদ্রব্য প্রদান করা হয়েছে। সমগ্র বাংলাদেশকে ৬ টি জোনে ভাগ করে স্বপ্নকানন সদস্যদের মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে ঈদ উপহার পৌছে যায় বাছাইকৃত অসহায় পরিবারের কাছে। প্রতি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ। এছাড়া প্রয়োজন অনুযায়ী মুরগি, কাচা বাজারও দেওয়া হয়।
উল্লেখ্য স্বপ্নকানন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালের ২রা এপ্রিল যাত্রা শুরু করে বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয়ে শাখা পরিচালনা করছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বপ্নকানন এর শাখা রয়েছে। স্বপ্নকানন দেশের বিভিন্ন স্থানের অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা প্রদান, সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন, রক্তদানসহ তার সদস্যদের বিভিন্ন ধরনের যুগপোযোগী প্রশিক্ষণ এর ব্যবস্থা করে থাকে।
স্বপ্নকানন এর অন্যান্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দের মধ্যে আছেন সহ-সভাপতি সাবরিন সিজিলা (রাবি), যুগ্ম সাধারণ সম্পাদক শুভ খন্দকার (শজিমেক), সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব (ইবি), কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত (শজিমেক)। এছাড়া প্রতিষ্ঠাতা এবং গভর্ণিং বডির সদস্য হিসেবে আছেন ফয়সাল বিন ইলিয়াস (ইবি), জুবায়ের আহম্মেদ (রাবি), রুবাই আহম্মেদ নিশান (শজিমেক), আদিল মাহমুদ অংকন (কুয়েট), মেহেদী হাসান আল আমিন (সাউথইস্ট), রুবায়েত আহমেদ তূর্য