মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় শতবর্ষ পূর্তি উৎসবের আনুষ্ঠানিকতা। স্কুলের প্রাক্তন ছাত্র স্থানীয় নগদা শিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম হোসেন আলীর সভাপতিত্বে এবং শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় স্কুল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক কৃতি শিক্ষার্থী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনভর নানা আয়োজনে স্কুল এলাকা মিলনমেলায় রূপ নেয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। টেকসই ভবিষ্যৎ গড়তে প্রাথমিক বিদ্যালয়কে ঢেলে সাজানোর আহবান জানান। উল্লেখ্য, বিলডগা গ্রামের শিক্ষানুরাগী হাজী ইয়াসিন আলীর উদ্যোগে ১৯২১ সালে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।