মিন্টু মিয়া, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীর থানা গেইট সংলগ্ন বাউন্ডারি ওয়াল ঘেষে ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান ও বাস কাউন্টার স্থাপন করা হয়। প্রশাসনের নাকের ডগায় এসব স্থাপনা তৈরি করা হয়েছে বলে জানাগেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় থানার গেইট সংলগ্ন ফুটপাত ও রাস্তার উপর গড়ে তোলা এসব স্থাপনায় একপাশের বেড়া হিসাবে থানার বাউন্ডারী ওয়াল, ওপর পাশে বেড়া ও চালায় টিন ব্যবহার করা হয়েছে।প্রশাসনের নাকের ডগায় ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান ও বাস কাউন্টার স্থাপন করায় একদিকে জনসাধারণ নির্বিঘ্নে পথ চলাচল করতে পারছেনা। অপরদিকে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। যেখানে রাস্তায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে সেখানে আবার থানা বাউন্ডারি ওয়াল ঘেষে ফুটপাত ও আশেপাশে রাস্তার একপাশ দখল করে সারি সারি করে বাস রাখা হয়। এতে করে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয় রাস্তায় চলাচলে ছোটো বড় যানবাহন ও পথযাত্রীদের। এলাকাবাসীরা জানান এভাবে ফুটপাত দখল ও রাস্তায় যত্রতত্র বাস রাখায় এ যানজটের সৃষ্টি হয়। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয় ও রাস্তা দখল করে বাস না রাখা হয় তাহলে যানজটের নিরসন হবে। নির্বিঘ্নে যানবাহন ও জনসাধারন পথচলতে পারবে। অবৈধ স্থাপনার ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান