এম, নুরুননবী চৌধুরী সেলিম,মনোহরগঞ্জ, কুমিল্লা প্রতিনিধি:প্রত্যন্ত অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রেনীর মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে “সুস্বাস্থ্য মনোহরগঞ্জ” এই সেবার আওতায় এগিয়ে চলছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার হাসপাতালে একটি নরমাল ডেলিভারি করা হয়, বাচ্চা ও বাচ্চার মা উভয়ই সুস্থ্য আছেন বলে এ প্রতিবেদককে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক। এছাড়াও গতকাল সোমবার একটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে যাহা মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় সিজারিয়ান অপারেশন এবং সিজারের মাধ্যমে এই রোগীটি ৪র্থ বাচ্চার মা হয়েছেন বলে জানা যায় । গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন এর তত্ত্বাবধানে এই সিজারিয়ান অপারেশন করেন ডাঃ আসমা আক্তার ( গাইনী), ডাঃ মোহাম্মদ এনামুল হক, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া), ডাঃ বিপ্লব কুমার বর্মন, জুনিয়র কনসালটেন্ট(সার্জারী)। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ সাবেকুন নাহার(এম.ও), ডাঃ শাহরিয়ার, ডাঃ ফারুক, ডাঃ নুর মোহাম্মদ শাহীন, ডাঃ আবু জাফর রনি, ডাঃ হাসান তারেক(এম.ও), ওটি ইনচার্জ- দুর্গা রানী মজুমদার, নার্স শরীফা খাতুন, ওটি বয় কৃষান।
১০ views