মিন্টু কান্তি নাথ(রাজস্থলী) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় অবৈধভাবে গড়া ওঠা তিন টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত শুক্রবার (১৩ মে) সকাল-সন্ধ্যা প্রজন্ত রাজস্থলী উপজেলার তিনটিস্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শান্তনু কুমার দাশ ও বন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মানজারুল ইসলাম ।এ সময় অভিযানে কাচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস, চুল্লিগুলো পানি দিয়ে নিভানোর পাশাপাশি ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ জানান, অবৈধভাবে ইটভাটায় ইট প্রস্তুত করার দায়ে এবং সরকারি নিয়ম বহির্ভূতভাবে ইটভাটায় গুলো পরিচালনা করার অভিযোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলা প্রশাসন। উপজেলার ৩টি ইটভাটা গুলো হল (১)তাইতংপাড়ায় কলেজের পাশে মেসার্স কর্ণফুলী ব্রিকস ওয়াক্স, (২)বড়ইতলা এলাকায় মেসার্স বডার রোড ব্রিকস, (৩)বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি মেসার্স শাহ ব্রিকস ম্যানুফ্যাকচার বন্ধ ঘোষণা করার পাশাপাশি ইট পোড়ানোর চুল্লি প্রবৃত্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় । হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ইটভাটাসমূহ বন্ধ ঘোষণার নির্দেশ দেন। তিনি আরো জানান, সরকারি যথাযথ অনুমোদন ছাড়া কেউ কোনো ইটভাটা পরিচালনা করতে পারবে না এবং যদি কেউ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা, ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।