মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া নামক স্থানে, সিগন্যাল বিহীন রেলগেটে ধলেশ্বরী এক্সপ্রেস নামক ট্রেনের সাথে সংঘর্ষে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পাশের ডোবায় পরে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে,
জানা যায়, ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম মোঃ আঃ খালেক (৫০) একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাসিন্দা, তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হেমনগর ন্যাশনাল হক ক্লিনিকে নিয়ে যায়, এসময় কর্তব্যরত ডাক্তার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন, আহত তিনজনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোশারফ হোসেন ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে ১জন নিহত হবার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
গোপালপুরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের আহত যাত্রী আরেকজনের মৃত্যু
উল্লেখ্য, আগেও ভোলারপাড়া সিগন্যাল বিহীন গেটে একাধিক দুর্ঘটনা ঘটে, ২০১৫ সালে ট্রেনের ধাক্কায় অটোরিকসা চালকসহ দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়।